আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি বলেন, “সরকারি চাকরিরত যারা আছেন, যে কোনো সময় সন্দেহজনক হলে টেস্ট করা হবে।”
Published : 18 Oct 2023, 05:04 PM
কেউ মাদকে আসক্ত কি না, সেটি পরীক্ষার ‘ডোপ টেস্টের’ নাম পাল্টে ‘ড্রাগ অ্যাবিউজ টেস্ট’ করার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এ জন্য করা হবে একটি নতুন নীতিমালা। এর আলোকে যে কোনো সময় সরকারি চাকরিজীবীদের পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিসভা কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বুধবার সচিবালয়ে কমিটির বৈঠক শেষে তিনি বলেন, “ইতোপূর্বে সিদ্ধান্ত ছিল চাকরিতে ডোপ টেস্ট হবে। তবে একটা সমস্যা দেখা দিয়েছে। ৭২ ঘণ্টা পরে এটা পরীক্ষা করলে বোঝা যায় না।
“সেজন্য সিদ্ধান্ত হয়েছে, চাকরিরত যারা আছেন যে কোনো সময় সন্দেহজনক হলে টেস্ট করা হবে। ড্রাগ অ্যাবিউজ টেস্ট নাম দেওয়া হবে। এজন্য নতুন নীতিমালা তৈরি করা হবে।”
মাদকে আসক্তিকে ‘জাতির জন্য খুবই উদ্বেগজনক’ উল্লেখ করে তিনি বলেন, “বিশেষ করে যুব সমাজ এদিকে ঝুঁকে পড়ছে। এটাকে দমন করতে এসব মাদক ও নেশার দ্রব্য যাতে দেশে প্রবেশ না করে সেজন্য আরও বেশি সচেতন ও তৎপর হওয়ার জন্য। যেসব রুটে এসব আসে সে রুটগুলো বন্ধ করার জন্য কমিটি নির্দেশনা দিয়েছে।
“একইসঙ্গে অভিভাবকদের কাছে আবেদন থাকবে, তাদের সন্তানরা কী করেন, সে ব্যাপারে তারা যেন সচেতন থাকেন।
“মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসানলয় থেকেও যেন মানুষকে উদ্বুদ্ধ করা যায় সে ব্যাপারে তারাও কাজ করবেন, এমন নির্দেশনা দেওয়া হয়েছে।”