বিএনপি ও জামায়াতের ডাকা চতুর্থ দফার অবরোধ ঘিরে নাশকতা ঠেকাতে ঢাকাসহ সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি নেমেছে।
এর মধ্যে ঢাকা ও আশেপাশের জেলায় টহল দিচ্ছে ২৭ প্লাটুন বিজিবি। সাধারণত প্রতি প্লাটুনে ৩০ জন বিজিবি সদস্য থাকেন।
বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম রোববার সকালে এক বার্তায় এ তথ্য জানান।
তিনি বলেন, " সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।“
সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর বিএনপি হরতাল ডাকে। এরপর একে একে তিন দফায় সাত দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি ও মিত্র দল জামায়াত। বিএনপির এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে সমমনা দলগুলোও।
এর আগে ৩১ অক্টোবরে বিএনপি-জামায়াতের টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে প্রথমবারের মত বিজিবির ‘র্যাপিড অ্যাকশন টিম-র্যাট’ ঢাকার রাস্তায় নামে। সে সময় র্যাট ছাড়াও সারাদেশে বিজিবির সদস্যরা মাঠে ছিলেন।
এছাড়া পরের ধাপের দুই দফা ৫ ও ৬ এবং ৮ ও ৯ নভেম্বরের অবরোধেও বিজিবি নামানো হয় ঢাকাসহ সারাদেশে।
পুরনো খবর