উদ্ধার করা হয়েছে ১০টি মোবাইল ফোন।
Published : 13 Feb 2024, 10:33 AM
বাসে আয়ুর্বেদিক ওষুধ বিক্রির জন্য উঠতেন তারা। সুযোগ বুঝে চেতনানাশক দ্রব্য মিশিয়ে যাত্রীদের অজ্ঞান করে টাকা হাতিয়ে নিতেন।
দুই দিনের ব্যবধানে চট্টগ্রামে এমন একটি চক্রের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ; উদ্ধার করেছে ১০টি মোবাইল ফোন।
অজ্ঞান পার্টির এ চক্রের খপ্পরে পড়ে ২০২২ সালে চট্টগ্রামে এক বাসযাত্রীর মৃত্যু হয়েছিল।
নগরীর অলঙ্কার এলাকা থেকে সোমবার আব্দুস সাত্তার নামে ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে তিনটি মোবাইল উদ্ধারের তথ্য জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তার দেওয়া তথ্যে খুলশী থানার জালালাবাদ এলাকা থেকে ১০টি মোবাইলসহ ইসমাইলকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই শাহাদাত হোসেন।
চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড যাওয়ার পথে ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর আবু ছৈয়দ নামে এক বাস যাত্রী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চিকিৎসাধীন অবস্থায় ৬ অক্টোবর মারা যান। এ ঘটনায় গত জানুয়ারিতে পিবিআই তিনজনকে গ্রেপ্তার করেছিল।
তারা বাসে আয়ুর্বেদিক ওষুধ বিক্রির নামে চেতনানাশক দ্রব্য মিশিয়ে বাস যাত্রীদের অজ্ঞান করে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করে বলে জানান এসআই শাহাদাত।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)