প্রসূতি নারী শ্রমিকের ছুটি হবে ১২০ দিন।
Published : 09 Oct 2023, 08:48 PM
যেসব কারখানায় তিন হাজারের কম শ্রমিক রয়েছে, সেখানে ১৫ শতাংশ শ্রমিকের স্বাক্ষরে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে। এমন বিধান রেখে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৩ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়েছে।
সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে বলেন, কোনো কারখানায় ট্রেড ইউনিয়ন করতে ২০ শতাংশ শ্রমিকের স্বাক্ষর লাগে।
“এখন থেকে কোনো কারখানায় তিন হাজারের কম শ্রমিক থাকলে, সেখানে ১৫ শতাংশ শ্রমিক ট্রেড ইউনিয়ন করতে চাইলে করতে পারবেন।”
গ্রুপ অব কোম্পানিতে ট্রেড ইউনিয়ন করতে শ্রমিকের স্বাক্ষর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, শ্রমিকের কল্যাণ নিশ্চিত করার জন্য আইনটিকে সহজ করা হচ্ছে।
মাহবুব হোসেন বলেন, “এতদিন প্রসূতি নারী শ্রমিকদের ছুটি ছিল ১৬ সপ্তাহ বা ১১২ দিন। এই ছুটি সন্তান প্রসবের আগে ও পরে আট সপ্তাহ করে নিতে হত। এখন থেকে মোট ছুটি হবে ১২০ দিন। শ্রমিকরা তার সুবিধা অনুযায়ী সন্তান প্রসবের আগে বা পরে পুরো ছুটি একসঙ্গে ভোগ করতে পারবেন।”
শ্রমিকদের মামলা দ্রুত নিষ্পত্তি করতে আইনে নতুন একটি ধারা যোগ করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।