মালিতে বোমায় আহত বাংলাদেশি ৩ শান্তিরক্ষী

আহতরা সবাই পুলিশ বাহিনীর সদস্য।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2023, 03:37 PM
Updated : 29 May 2023, 03:37 PM

আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কর্মরত বাংলাদেশের তিন সৈন্য রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে আহত হয়েছেন।

সোমবার আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালনের মধ্যে বাংলাদেশ পুলিশ এই খবর দেয়।

আহতরা সবাই পুলিশ বাহিনীর সদস্য। তবে তাদের নাম জানায়নি পুলিশ।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালির স্থানীয় সময় রোববার সকালে এ ঘটনা ঘটে। শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের (ব্যানএফপিইউ) টহল টিমের গাড়ি বহর লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটান হয়।

এতে পুলিশ সদস্যদের বহনকারী আর্মাড পারসোনেল ক্যারিয়ারটি (এপিসি) ক্ষতিগ্রস্ত হয় এবং তিনজন আহত হন।

মালির তিম্বুক্ত অঞ্চলের গুন্দাম সুপার ক্যাম্প হতে আনুমানিক ১৫ কিলোমিটার দূরে গুন্দাম-তংকা-নিয়াফুংকে হাইওয়ের পাহাড় সংলগ্ন মরুভূমির রাস্তায় এই ঘটনা ঘটে বলে বিজ্ঞপ্তিতে জানান হয়।