বিএনপি নেত্রীর বিরুদ্ধে এই মুহূর্তে নাইকো দুর্নীতির মামলায় বাদীর জেরা চলছে। এই মামলায় সাক্ষ্য দিতে কানাডা পুলিশের দুই কর্মকর্তার ঢাকায় আসার কথা আছে।
Published : 23 Oct 2023, 05:04 PM
গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন নির্ধারণ করেছেন আদালত। আগামী ২৩ নভেম্বর শুনানির নতুন তারিখ ঠিক হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবী হান্নান ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ঢাকার ৩ নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল।
তবে বিএনপি নেত্রী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ হাজিরা দিয়ে শুনানি পেছানোর আবেদন করেন।
অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের অব্যাহতি চেয়ে শুনানি করেন তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী চার দলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেন। মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়।
ওই বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।
বিএনপি নেত্রীর বিরুদ্ধে এই মুহূর্তে নাইকো দুর্নীতির মামলায় বাদীর জেরা চলছে। এই মামলায় সাক্ষ্য দিতে কানাডা পুলিশের দুই কর্মকর্তার ঢাকায় আসার কথা আছে।
খালেদা জিয়া আরও অনেকগুলো মামলার আসামি। তার আইনজীবীরা জানিয়েছেন সংখ্যাটি ৩০ এর বেশি। এসব মামলার মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তার ১০ বছরের এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের সাজা হয়েছে।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে সাজা স্থগিত হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ বিএনপি নেত্রী সাময়িক মুক্তিতে আছেন।