হাসপাতালটির ‘অসহায় রোগী সেবা তহবিল’- এ এই অনুদান দেওয়া হয়েছে।
Published : 26 Jul 2023, 05:06 PM
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সাড়ে ৭ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।
বুধবার ইনস্টিটিউটের পরিচালক মীর জামাল উদ্দিনের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
হাসপাতালের ‘অসহায় রোগী সেবা তহবিলে’ এই অনুদান দেওয়া হয়েছে।
এর আগে ২০২২ সালেও এই তহবিলে প্রধানমন্ত্রী দুই দফায় ৭ কোটি টাকা অনুদান দিয়েছিলেন। সবমিলিয়ে দুবছরে ‘অসহায় রোগী সেবা তহবিলে’ প্রধানমন্ত্রীর অনুদান হল ১৪ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নুর এলাহী মিনা বলেন, “হৃদরোগে আক্রান্ত গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল অসহায় রোগী সেবা তহবিল পরিচালনা করে আসছে। হার্টের রক্তনালীতে রিং স্থাপন, পেস মেকার স্থাপন, হার্টের ভালভ প্রতিস্থাপন, ওপেন হার্ট সার্জারি ও এর জন্য প্রয়োজনীয় অক্সিজেনেটর সরবরাহ করতে এই তহবিল ব্যবহার করা হচ্ছে।”
এছাড়াও এই তহবিল থেকে শিশু হৃদরোগীদের এএসডি-ভিএসডি চিকিৎসাসহ পিডিএ ডিভাইজ ক্লোজার সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি।
হাতে ও পায়ের রক্তনালীতে ব্লকের চিকিৎসার জন্য এ তহবিলের আওতায় রিং স্থাপনও করা হচ্ছে।