সাক্ষাতে দ্বাদশ সংসদ নির্বাচনের সার্বিক দিক রাষ্ট্রপতিকে অবহিত করেন সিইসি।
Published : 06 Feb 2024, 04:21 PM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আউয়াল।
মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাতে দ্বাদশ সংসদ নির্বাচনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সিইসি।
বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান সিইসি। আর শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করায় রাষ্ট্রপতিও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জনান।
সাক্ষাতকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।