ঢাকা মেডিকেলে নেওয়ার পর সাব্বিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
Published : 02 Feb 2024, 02:39 PM
রাজধানীর কলাবাগানের আবাসিক হোটেলের কক্ষ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
কলাবাগান থানার ওসি মফিজুল আলম বলেন, লেক সার্কাস এলাকার আবাসিক হোটেল ‘ইমেজ’ এর ৫০৪ নম্বর কক্ষ থেকে মো. সাব্বির (২৬) নামের ওই যুবককে শুক্রবার সকালে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোটেল রেজিস্ট্রার থেকে পাওয়া তথ্যের বরাতে ওসি বলেন, বৃহস্পতিবার এক তরুণীকে স্ত্রী পরিচয় দিয়ে তাকে নিয়ে হোটেলের ওই কক্ষে উঠেছিলেন সাব্বির।
“ওই তরুণী জানিয়েছে, ভোর রাতে সাব্বিরকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করে উঠে। পরে হোটেলের কর্মীরা এসে প্রথমে সাব্বিরকে স্কয়ার হাসাপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সাব্বিরের বাবা-মাও ছুটে আসেন। তারাই সাব্বিরকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে সাব্বিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।”
পরে পুলিশ খবর পেয়ে ওই হোটেলে যায়।
ওসি মফিজুল বলেন, প্রকৃত ঘটনা জানতে ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাব্বিরদের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জে। ঢাকার শুক্রাবাদে বাবা-মার সঙ্গে থাকতেন তিনি।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, সাব্বির এইচএসসিতে ফেল করার পর আর লেখাপড়া করেননি; কোনো কাজও করতেন না।