ওষুধের দোকান রাত ২টার পর বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় থাকার কথা মঙ্গলবার জানিয়েছিলেন মেয়র শেখ ফজলে নূর তাপস।
Published : 01 Sep 2022, 09:07 PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশের তিন ওষুধের দোকানকে ২৪ ঘণ্টা খোলা রাখার অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সার্বক্ষণিক দোকান খোলা রাখতে আবেদনের পর ওই অনুমোদন দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএসসিসি।
দোকান তিনটি হল- ডি এস ফার্মেসি, অপু এন্টারপ্রাইজ ও খান জাহান আলী ফার্মেসি।
ডিএসসিসি জানিয়েছে, ঢাকা মেডিকেল মেডিসিন মার্কেট মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি লুৎফর রহমান খান ২৪ ঘণ্টা দোকান খোলা রাখার আবেদন করেন। তাদের বৃহস্পতিবার থেকে শর্ত সাপেক্ষে এ অনুমোদন দেওয়া হয়েছে।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, যারা যথাযথভাবে আবেদন করবেন, তাদের আবেদনগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয়তা অনুযায়ী অনুমোদন দেওয়া হবে। এ অনুমোদন কার্যক্রম সম্পন্ন হবে এক দিনের মধ্যেই।
“ঢাকা মহানগরীর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে মেয়র মহোদয় যে উদ্যোগ নিয়েছেন, তাতে সকলেই সাড়া দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য আজ ঢাকা মেডিকেল মেডিসিন মার্কেট মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ হতে তিনটি ওষুধের দোকান খোলা রাখার অনুমতি চেয়ে আবেদন করা হয়।
“যথার্থতা বিবেচনা করে আমরা তাদের আবেদনে সাড়া দিয়ে আজকের মধ্যেই আমরা আবেদন করা সেই তিনটি ফার্মেসিকে ২৪ ঘণ্টা খোলা রাখার অনুমোদন দিয়েছি।”
বিদ্যুৎ সাশ্রয়ে রাতে নির্দিষ্ট সময় পর্যন্ত দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দিয়ে গত সপ্তাহে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এতে রাত ৮টার পর দোকান, শপিংমল মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজারসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সময় বেঁধে দিয়ে সেখানে বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে এ সূচি মেনে চলতে হবে।
নির্দেশনা অনুযায়ী দোকান, শপিংমল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার বন্ধ করতে হবে ৮টার মধ্যে। সকল প্রকার রেস্তোরাঁ, খাবারের দোকান রাত ১০টার মধ্যে বন্ধ এবং খাবার সরবরাহ রাত ১১টার মধ্যে শেষ করতে হবে। সিনেমা হলসহ চিত্ত-বিনোদনমূলক প্রতিষ্ঠান ও স্থাপনাগুলো রাত ১১টার মধ্যে বন্ধ করতে হবে।
পাশাপাশি সাধারণ ওষুধের দোকান রাত ১২টায় এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে সেখানে।
তবে ঢাকা দক্ষিণ সিটি সময় বেঁধে দিলেও ওষুধের দোকান বা ফার্মেসি রাতে নির্দিষ্ট সময়ে বন্ধের নির্দেশনা কার্যকর হবে না বলে জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
গত ২৫ অগাস্ট তিনি বলেন, হাসপাতালের মত ওষুধের দোকানও জরুরি সেবার আওতাভুক্ত, এ কারণে ওষুধের দোকানগুলো সব সময় খোলা থাকবে।
এরপর ৩০ অগাস্ট হাসপাতাল সংলগ্ন ওষুধের দোকান রাত ২টার পর বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, রাত দুইটার পর হাসপাতাল সংলগ্ন ওষুধের দোকান খোলা রাখতে হলে ‘যৌক্তিক কারণ’ দেখিয়ে আবেদন করতে হবে।
মেয়র প্রশ্ন করেন, “রাতের বেলা চিকিৎসকই পাওয়া যায় না, সেখানে ওষুধের দোকান কেন খোলা রাখা হবে?”