“দেশি-আন্তর্জাতিক যত বেশি অবজারভার থাকবে, আমাদের জন্য ভালো হবে,” বলেন তিনি।
Published : 17 Jan 2024, 04:41 PM
দেশি-বিদেশি পর্যবেক্ষক বেশি হলে নির্বাচনও বেশি স্বচ্ছ হবে মন্তব্য করে আসন্ন নির্বাচনে ইইউ’র পর্যবেক্ষক দল থাকার প্রত্যাশার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রোববার তিনি বলেন, “আমরা সবসময় আশা করব, এনকারেজ করব যেন উল্লেখযোগ্য সংখ্যক দেশি ও আন্তর্জাতিক পর্যবেক্ষক আমাদের নির্বাচন অবজারভ করে। আমাদের আশা সবসময় থাকবে।
“দেশি-আন্তর্জাতিক যত বেশি অবজারভার থাকবে, আমাদের জন্য ভালো হবে। সিইসি মহোদয় ইইউর চিঠির জবাব দিয়েছেন। চিঠি পাওয়ার কথা জানিয়ে বলা হয়েছে- সরকার ও সবার কাছ থেকে যে সাপোর্ট পাচ্ছি, সবার সহযোগিতা নিয়ে আমরা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হব। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, ইইউ ছোট পরিসরে হলেও টিম পাঠাবে এবং (নির্বাচন) অবজারভ করবে।”
দ্বাদশ জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নিয়ে আলোচনার মধ্যে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানান, নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর কারণ হিসেবে ‘বাজেট স্বল্পতার’ কথা বলা হয়েছে তাদের ইমেইলে।
ওই চিঠির বিষয়ে রোববার আহসান হাবিব খান বলেন, ইতোমধ্যে প্রধান নির্বাচন
কমিশনার কাজী হাবিবুল আউয়াল ঢাকায় ইইউর রাষ্ট্রদূতকে চিঠির জবাব দিয়েছেন এবং পর্যবেক্ষণের বিষয়ে আহ্বান জানিয়েছেন।
হাবিব বলেন, “ইউরোপীয় ইউনিয়ন দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না কেন, সে বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ইতোমধ্যে জানিয়েছে। তাদের বাজেট স্বল্পতার কথা জানিয়েছে। তবে পর্যবেক্ষক পাঠাবে না বলেনি, পূর্ণাঙ্গ দল পাঠাবে না জানিয়েছে। ছোট করে যে পাঠাবে কি পাঠাবে না, এটা উল্লেখ করেনি।
“তারা কিন্তু ছোট পরিসরে যে পাঠাবে না, তা বলেনি। আমরা আশা করতে পারি যত বেশি পর্যবেক্ষকে ইলেকশন প্রসেসটা মনিটর হবে- সেটা অবজার্ভার দিয়ে হোক, সাংবাদিক হোক; যতবেশি থাকবে তা স্বচ্ছ হবে।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)