জীবন সায়াহ্নে এসেও সমাজ ও রাষ্ট্র কাঠামো এখনও তাকে ‘ভাবায়’ বলে জানান সিরাজুল ইসলাম চৌধুরী।
Published : 23 Jun 2023, 03:34 PM
এই সময়ের পৃথিবীতে পুঁজিবাদ ‘সবচেয়ে নৃশংস’ রূপ নিয়েছে মন্তব্য করে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, বিশ্বজুড়ে এখন সামাজিক বিপ্লব প্রয়োজন হয়ে পড়েছে।
শুক্রবার নিজের ৮৮তম জন্মবার্ষিকীতে সমাজের রূপান্তর নিয়ে নিজের ভাবনা ও উপলব্ধির কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, “আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে আছি, সেটার পরিবর্তন দরকার। এটা আমার অনেক দিনের উপলব্ধি। এই উপলব্ধিটাই দিন দিন স্পষ্ট হচ্ছে।
“সামাজিক রূপান্তর বা সামাজিক বিপ্লব প্রয়োজন। এটা শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বেই প্রয়োজন। কেননা পুঁজিবাদ এখন সবচেয়ে নৃশংস রূপ নিয়েছে।”
জীবনের শেষ বেলায় এসেও সমাজ ও রাষ্ট্র কাঠামো এখনও তাকে ‘ভাবায়’ বলে জানান সিরাজুল ইসলাম চৌধুরী।
জীবনের চাওয়া-পাওয়া নিয়ে কোনো আফসোস নেই জানিয়ে এই শিক্ষাবিদ বলেন, “ব্যক্তিজীবন নিয়ে আর দূরের কথা ভাবি না। আমি এখন হিসাব করি, প্রতিদিনের হিসাবই। তবে সমাজ ও রাষ্ট্রকাঠামো আমাকে এখনও ভাবায়।“
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর জন্ম ১৯৩৬ সালের ২৩ জুন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী গ্রামে। বাবার চাকরিসূত্রে শৈশব কেটেছে রাজশাহী ও কলকাতায়।
ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল ও নটরডেম কলেজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়েন ইংরেজি সাহিত্য। যুক্তরাজ্যের লিডস ও লেস্টার ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য নিয়ে উচ্চতর গবেষণাও করেছেন। পড়াশোনা শেষে দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন ১৯৫৭ সালে।
শিক্ষকতার পাশাপাশি লেখালেখিতে সমান সক্রিয় সিরাজুল ইসলাম চৌধুরী। প্রবন্ধ, অনুবাদ ও কথাসাহিত্য মিলিয়ে তার রচিত বই প্রায় ১১০টি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় তিনি মাসিক পরিক্রমা (১৯৬০-৬২), ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা (১৯৭২), ত্রৈমাসিক সাহিত্যপত্র (১৯৮৪) সম্পাদনা করেছেন। ‘নতুন দিগন্ত’ নামে একটি সাহিত্য পত্রিকার সম্পাদনা করছেন এখনও।
১৯৯৬ সালে একুশে পদকে ভূষিত হন সিরাজুল ইসলাম চৌধুরী। এছাড়া সাহিত্যকর্মে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলা একাডেমি স্বর্ণপদক’, ‘বিচারপতি ইব্রাহিম পুরস্কার, ‘অলক্ত সাহিত্য পুরস্কার’, ‘বেগম জেবুন্নেসা ও কাজী মাহবুবুল্লাহ ফাউন্ডেশন পুরস্কার’ সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশকিছু পুরস্কার ও সম্মাননা তিনি পেয়েছেন।