ঢাকার আদালতে বিএনপির আইনজীবীদের উপর ‘হামলা’, আহত ৫

আহতদের দুইজনের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি ওয়ার্ডে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2023, 05:52 PM
Updated : 5 June 2023, 05:52 PM

ঢাকার আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থি আইনজীবীদের হামলায় বিএনপিপন্থি পাঁচ আইনজীবী আহত হওয়ার অভিযোগ উঠেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি ঘিরে কিছু দিন ধরে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করছে দলটির সমর্থক আইনজীবীরা। সোমবারও তাদের কর্মসূচি ছিল।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলামের ভাষ্য, সোমবার বিকালে একটি সমাবেশ শেষে মিছিলে বের করলে তাদের উপর হামলা চালায় আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। তাতে তাদের পাঁচ আইনজীবী আহত হন।

“মিছিল করার সময় আওয়ামীপন্থি আইনজীবদের ২০-২৫ জনের একটি দল অতর্কিত হামলা চালায়।”

বিএনপিপন্থি আরেক আইনজীবী কালাম খান বলেন, “হামলায় আমাদের একজন সিনিয়র এবং একজন নারী আইনজীবী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।”

এ বিষয়ে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের নেতা, মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবুর কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি এজলাসের ভেতরে ছিলাম। কিছু জানি না।”

তবে ১০ নম্বর বিশেষ জজ আদালতের রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী আওয়ামীপন্থি আইনজীবী আজাদ রহমান বলেন, “এজলাসের বারান্দায় ওদের মিছিল নিয়ে হইচই হয়েছে, কোনো মারধরের ঘটনা ঘটেনি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল প্রতিনিধি জানান, ঢাকা আদালত প্রাঙ্গণ থেকে আসা পাঁচজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তারা হলেন ওমর ফারুক ফারুকী, মুজাহিদুল ইসলাম সায়েম, আনোয়ার হোসেন তারুণ্য, জহিরুল ইসলাম ও নার্গিস পারভিন মুক্তি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতরা জরুরি বিভাগের চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ওমর ফারুক ও নার্গিস পারভিন মুক্তিকে নিউরো সার্জারি ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।