ভোটের অন্তত ২৫ দিন আগে চূড়ান্ত গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।
Published : 27 Jan 2024, 09:36 AM
মাঠ পর্যায়ের দাবি-আপত্তি নিষ্পত্তির পর দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য ৪২ হাজার ১০৩টি ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করেছে নির্বাচন কমিশন।
এ তালিকার ভিত্তিতে ভোটের অন্তত ২৫ দিন আগে চূড়ান্ত গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ রোববার সাংবাদিকদের জানান, গত ১৬ অগাস্ট ৪২ হাজার ৩৫০টির মত ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করা হয়। এরমধ্যে সাড়ে আটশ ভোটকেন্দ্র নিয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কমিটির কাছে দাবি-আপত্তি আসে।
দাবি-আপত্তি শুনানি শেষে নিষ্পত্তির শেষ সময় ছিল রোববার। এদিন ৩০০ আসনের বিপরীতে ৪২ হাজার ১০৩টি ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করা হয়।
দ্বাদশ সংসদ নির্বাচনে প্রায় ১২ কোটি ভোটারের বিপরীতে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্র লাগতে পারে। সবশেষ একাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪০ হাজার ১৮৩টি। এবার তার চেয়ে প্রায় ৫% ভোটকেন্দ্রে বাড়ছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)