দুইদিনের জিজ্ঞাসাবাদে অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, বলছে পুলিশ।
Published : 29 Feb 2024, 08:03 PM
ছাত্রীকে যৌন হয়রানির মামলায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার শিক্ষক মুরাদ হোসেন সরকারের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম।
দুদিনের রিমান্ড শেষে আসামিকে এদিন আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটকে রাখার আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামির চিকিৎসার সুযোগ চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী।
শুনানি শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। একইসঙ্গে কারাবিধি অনুসারে আসামিকে চিকিৎসা দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এদিনই ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন সংবাদ সম্মেলন করে বলেছেন, “যে অভিযোগে তাকে (মুরাদ) গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ হেফাজতে দুইদিন জিজ্ঞাসাবাদ তার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।”
গত ৭ ফেব্রুয়ারি কলেজ কর্তৃপক্ষের কাছে মুরাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেন এক অভিভাবক। এ বিষয়টি নিয়ে একটি সংবাদপত্র অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করলে শোরগোল পড়ে যায়।
এরপর মুরাদ হোসেন সরকারকে আজিমপুরের ক্যাম্পাসের দিবা শাখা থেকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়। কলেজের পক্ষ থেকে গঠন করা হয় তিন সদস্যের তদন্ত কমিটি।
কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নামে ভিকারুননিসার ছাত্রীরা। অভিভাবকরা জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি তাকে চাকরিচ্যুত করার দাবি জানান।
এই প্রেক্ষাপটে সোমবার রাতে কলেজের পরিচালনা কমিটির সভায় মুরাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। সেদিন সন্ধ্যায় এক শিক্ষার্থীর মা বাদী হয়ে লালবাগ থানায় মামলা করেন। এর কয়েক ঘণ্টার মধ্যে কলাবাগানের বাসা থেকে মুরাদকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন মঙ্গলবার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই ফাইয়াজ হোসেন। শুনানি নিয়ে মহানগর হাকিম জাকী আল ফারাবী দুই দিন রিমান্ডের আদেশ দেন।
আরও পড়ুন:
ভিকারুননিসার শিক্ষক মুরাদের ‘অপরাধের সত্যতা’ পেয়েছে পুলিশ
যৌন নির্যাতন: ভিকারুননিসার শিক্ষক মুরাদ রিমান্ডে
সাময়িক বরখাস্তের পর ভিকারুননিসার শিক্ষক মুরাদ গ্রেপ্তার
যৌন হয়রানি: ভিকারুননিসার শিক্ষক মুরাদ সাময়িক বরখাস্ত
ভিকারুননিসার শিক্ষক মুরাদের চাকরিচ্যুতির অপেক্ষায় অভিভাবকরা