মাদ্রাসার বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা থাকছে না

এর আগে সব শিক্ষা প্রতিষ্ঠানে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2023, 02:41 PM
Updated : 13 April 2023, 02:41 PM

মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

তার বদলে জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জাকির হোসেন স্বাক্ষরিত ‘বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষে অনুসরণীয়’ এক নির্দেশনায় এ কথা জানানো হয়।

ওই নির্দেশনায় বলা হয়, “মাহে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তেলাওয়াত ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন করতে হবে।”

জানতে চাইলে উপ-পরিচালক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুরুতে আমরা শুধুই সংস্কৃতি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশনা দিয়েছিলাম। এরপরে যখন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আলাদা বিজ্ঞপ্তি দিয়েছে, তখন আমরাও আলাদা বিজ্ঞপ্তি দিলাম।

“এখন যেহেতু রমজান মাস চলছে এবং মঙ্গল শোভাযাত্রা নিয়ে অনেক কথা হয়েছে; তাই আমরা আমাদের আগের সিদ্ধান্ত থেকে একটু সরে এসে নির্দেশনা দিয়েছি। যেহেতু এগুলো ধর্মীয় প্রতিষ্ঠান, সে হিসেবেই নির্দেশনা দেওয়া হয়েছে।”

এর আগে ২০ মার্চ সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’র তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিকে গুরুত্ব সহকারে প্রচার করতে হবে। সকালে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা করতে হবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে গত ৪ এপ্রিল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়।