শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এ অধিদপ্তরের বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতের উদ্দেশে এ হুঁশিয়ারি মূলক বিজ্ঞপ্তি দেওয়া হয়।
Published : 24 Aug 2022, 08:53 PM
‘কতিপয় কর্মকর্তা-কর্মচারী’ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে অনীহা প্রকাশ করছে জানিয়ে তাদের সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এ অধিদপ্তরের বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতের উদ্দেশে এ হুঁশিয়ারি মূলক বিজ্ঞপ্তি মঙ্গলবার দেওয়া হয়।
সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুসারে কোনো সরকারি কর্মচারী সরকার বা কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা আদেশ পরিবর্তন, বদলানো, সংশোধন বা বাতিলের জন্য অনুচিত প্রভাব বা চাপ প্রয়োগ করতে পারবেন না; করলে তা ‘অসদাচরণ’ হবে।
কোনো কর্মকর্তা-কর্মচারী আচরণবিধির লঙ্ঘন ঘটালে বিধিমালা অনুসারে তিনি অসদাচরণের দায়ে অভিযুক্ত হবেন।
বিজ্ঞপ্তিতে এমন আচরণ থেকে বিরত থাকতে সবাইকে নির্দেশ দেওয়া হয়।
মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সই করা এ বিজ্ঞপ্তি মঙ্গলবার প্রকাশ করা হয়।