মৌচাক ও আনারকলি মার্কেটে অগ্নি নির্বাপণ যন্ত্রের কার্যকারিতা ও মেয়াদ পরীক্ষা করা হয়েছে।
Published : 06 Mar 2024, 12:14 PM
বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভায়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর রাজধানীর শপিং মল ও মার্কেটে দুর্ঘটনা রোধে ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
বুধবার ঢাকার পাশাপাশি দুই বিপণিকেন্দ্র মৌচাক ও আনারকলিতে অগ্নি নির্বাপণ যন্ত্রের কার্যকারিতা ও মেয়াদ পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি দোকানের কর্মীদের আগুন নেভানোর প্রশিক্ষণেরও ব্যবস্থা নিয়েছে মালিক সমিতির ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি।
মালিক সমিতির নেতারা বলেছেন, আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া রোজার মাসের আগেই রাজধানীর সবগুলো শপিং মল ও মার্কেটে যাবেন তারা।
সমিতির সভাপতি হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা রমজানের আগেই সব শপিংমল ও মার্কেটগুলোতে এই কর্মসূচি সম্পন্ন করব। এর মাধ্যমে গণসচেতন সৃষ্টির উদ্যোগ নিয়েছি।“
ফায়ার ফাইটাররা এদিন মৌচাকে আসেন বেলা ১১টার দিকে। এরপর মার্কেটে ফায়ার এক্সটিংগুইশারসহ অগ্নি নির্বাপণ পুরনো যন্ত্রগুলোর মেয়াদ আছে কি না সেগুলো ঘুরে ঘুরে পরীক্ষা করে দেখেন। মার্কেটে আগুন লাগলে করণীয় কী, সে ব্যাপারে একটি মহড়া হয়।
আগুন নেভানোর কাজে বালি ও পানির ব্যবহার কীভাবে করতে হয়, সেটাও হাতেকলমে করে দেখিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব আবু না্ঈম মো. শহিদুল্লাহসহ সমিতির অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।