সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ কর্মশালায় চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।
Published : 09 Dec 2023, 05:10 PM
দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে পোলিং এজেন্টদের দায়িত্ব সম্পর্কে জানাতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জেলা পর্যায়ের প্রতিনিধিদের কর্মশালায় ডেকেছে নির্বাচন কমিশন।
আগামী ৪ অক্টোবর সকাল ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষ থেকে দিনব্যাপী এ কর্মশালা নেবেন ইসির কর্মকর্তারা। জেলাগুলোর নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে জড়ো হয়ে ভার্চুয়ালি কর্মশালায় যুক্ত হয়ে তা শুনবেন দলগুলোর জেলা পর্যােয়র প্রতিনিধিরা।
ইসির জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম বুধবার সাংবাদিকদের বলেন, এটি নির্বাচন কমিশন সচিবালয়ের ফেইসবুক পেজে সরাসরি সম্প্রচার হবে।
তিনি জানান, নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের প্রতিটির একজনকে প্রতি জেলায় অংশ নিতে আমন্ত্রণ জানান হয়েছে।
সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ কর্মশালায় চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন। ইসি সচিবালয়ের সাবেক কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও বক্তার তালিকায় রয়েছেন।
নভেম্বরে তফসিল ঘোষণা করে জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে ইসি এগোলেও বিএনপিসহ তাদের মিত্র দলগুলো বলে দিয়েছে, তারা বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না।
ফলে এই কর্মশালায় তাদের সাড়া মিলবে কি না- প্রশ্নে ইসির জনসংযোগ পরিচালক বলেন, “সবাই আসলে ভালো, না এলে তো করার কিছু নেই।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)