গ্রামে এখনই শীত শীত, শহরে আরো অপেক্ষা

শহরবাসীকে শীতের জন্য অপেক্ষা করতে হবে মধ্য ডিসেম্বর পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2023, 05:32 PM
Updated : 12 Nov 2023, 05:32 PM

কার্তিক মাস শেষ হতে আর কয়েক দিন। পল্লী গ্রামে শীতের আমেজ শুরু হয়ে গেছে ভালোভাবেই। তবে কংক্রিটের নগরে শীতের দেখা পেতে আরো বাকি।


আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শীতের জন্য শহরবাসীকে অপেক্ষা করতে হবে মধ্য ডিসেম্বর পর্যন্ত।


“আমাদের দেশে শীত মূলত পড়ে ডিসেম্বর থেকে। কিন্তু নভেম্বরের মাঝামাঝি সময় থেকে প্রান্তিক পর্যায়ে শীতের অনুভূতি শুরু হয়। অলরেডি প্রান্তিক পর্যায়ে শীতের আমেজ শুরু হয়েছে।”


ড. মল্লিক বলেন, “ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি; এই তিন মাসকে আমরা আবহাওয়াগতভাবে শীতকাল বলি। তবে, প্রান্তিক পর্যায়ে, মানে নর্থ ওয়েস্টার্ন পার্টে শীত শীত অনুভূতি শুরু হয়ে গেছে।”

তিনি জানান, বর্তমানে দেশে রাতের তাপমাত্রা থাকছে স্থানভেদে ১৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। 


“এখন উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা ৯ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মাঝে রেকর্ড হচ্ছে। তখন কিন্তু শীত লাগে। দিনের বেলা শীতটা লাগে না, কারণ দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রির মাঝে ওঠানামা করে।”


তিনি বলেন, “ঘাসে শিশির জমলে এবং কুয়াশা পড়লে আমরা বুঝি যে শীতকাল চলে এসেছে। এখন হয়ত ঢাকার বাইরে গেলে হালকা শিশির বিন্দু পড়ে, কিন্তু সেটা অত প্রবল না। আর কুয়াশার মত যা দেখা যায়, ওটা মূলত ধোঁয়াশা।” 

কতটা শীত পড়বে এবার? এ আবহাওয়াবিদ বলেন, “গত বছরের তুলনায় এবার শীতের ‘টেন্ডেসি’ কম দেখা যাচ্ছে। তবে কোনোকিছুই এখনো নিশ্চিত না।” 

রোবাবর সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আর চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিনের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পরে, সারাদেশে আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।