তারা মাদক কারবারে সক্রিয় ছিল বলে পুলিশের ভাষ্য।
Published : 01 Mar 2024, 07:38 PM
রাজধানীর তেজগাঁও এলাকার ‘ব্লেড মন্টু’ বাহিনীর ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ বলছে, এই বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক ব্যবসা করে আসছিল।
বৃহস্পতিবার তেজগাঁও থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, “ব্লেড মন্টু একজন শীর্ষ সন্ত্রাসী। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।”
গ্রেপ্তাররা হলেন- নজরুল ইসলাম (৫৩), রফিক (৩০), সুরুজ মিয়া (৩১), আমির হোসেন (৫৫), হারুন মিয়া (৪৩), মনির হোসেন (২৫), রুবেল কাজী (২৭), কিরণ মিয়া (৪৫), আনাস আল-সাদী, রুহুল আমিন (২০), হালিম (৪০), বেলাল হোসেন (৪৫), সিফাত হোসেন (১৮), গোলাম মোস্তফা (২৪), জামাল হোসেন (৩৫) এবং আলম মিয়া (৫৪)।
মন্টু বাহিনীর এই সদস্যরা মাদক কারবারে সক্রিয় জানিয়ে ওসি মহসীন বলেন, “এই গ্রুপের যে কেউ গ্রেপ্তার হলে ব্লেড মন্টু জামিন করিয়ে আনতেন। শুধু মন্টুর একারই বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ ৩০টির বেশি মামলা রয়েছে।”