বিদেশ পাঠানোর নামে ‘ভুয়া ভিসা’, ঢাকায় গ্রেপ্তার ৬

র‌্যাব বলছে, এই চক্রের কয়েকজন ‘পেইড এজেন্ট’ দেশের অসহায় মানুষের কাছে বিদেশে গিয়ে উপকৃত হওয়ার গল্প বলে আস্থা অর্জনের চেষ্টা করত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2023, 11:28 AM
Updated : 12 May 2023, 11:28 AM

বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ঢাকার কাফরুল থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে র‌্যাব-৪ তাদের গ্রেপ্তার করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- আসাদুর রহমান ওরফে আসাদ (৩২), মো. আরমান (৪৪), মো. আওলাদ হোসেন ওরফে দিপু (৫৪), মো. রেজওয়ানুল হক (৪৩), মো. ফিরোজ মোল্লা (৪১) ও মো. জিল্লুর রহমান (৪৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসাদ ভুয়া একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পরিচয়ে বিদেশে পাঠানোর নামে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

গ্রেপ্তারের সময় তাদের কাছে অসংখ্য পাসপোর্ট ও জালিয়াতির কাজে ব্যবহৃত ভুয়া ভিসা, বিভিন্ন সার্টিফিকেট, মার্কশিট, বিমানের টিকেট এবং বিভিন্ন ধরনের সিল পাওয়া যায় গেছে।

আসাদ এদের ‘হোতা’ জানিয়ে র‌্যাব বলছে, চক্রটি বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থানের অসহায় মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে তাদের হেফাজতে রেখে লাখ লাখ টাকা নিয়ে ভুয়া ভিসা দিত।

তাদের কয়েকজন ‘পেইড এজেন্ট’ রয়েছে; তারা দেশের বিভিন্ন বেকার অসহায় মানুষের কাছে বিদেশে গিয়ে উপকৃত হওয়ার গল্প বলে আস্থা অর্জনের চেষ্টা করত।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র‌্যাব।