Published : 21 Dec 2023, 08:48 PM
নিজেদের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও সুরক্ষিত রাখতে অ্যানালগ থেকে পুরোপুরি ডিজিটাল ওয়্যারলেস ব্যবস্থায় যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ।
বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে থেকে আব্দুল গনি রোডের ডিএমপি কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলে পুলিশ কমিশনার হাবিবুর রহমান ‘ডিজিটাল ওয়্যারলেস সিস্টেমের’ উদ্বোধন করেন।
এর মাধ্যমে ডিএমপির ওয়্যারলেস অপারেটিং সিস্টেম অ্যানালগ থেকে পুরোপুরি ডিজিটাল সিস্টেমে রূপান্তর হবে জানিয়ে তিনি বলেন, এতে মহানগর পুলিশের যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় হবে।
নতুন ওয়্যারলেস ব্যবস্থা নিয়ে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কে এন রায় নিয়তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের ওয়্যারলেস ব্যবস্থায় যোগাযোগের সময় পুলিশের কথাবার্তা তৃতীয় কেউ শুনতে পারতেন। অর্থাৎ পুলিশের সেটের ফ্রিকোয়েন্সিতে ঢুকতে পারতেন অন্যরাও।
এখন আর সেই ফ্রিকোয়েন্সিতে কেউ ঢুকতে পারবে না। কারণ বর্তমান অপারেটিং ব্যবস্থায় সেন্ট্রাল টাওয়ারের সঙ্গে ওয়্যারলেসের নম্বরগুলো সংযুক্ত থাকবে।
ডিএমপির আরেক কর্মকর্তা বলেন, আগে অনেকটাই অ্যানালগ সিস্টেম ছিল। বাইরে থেকে ফ্রিকোয়েন্সিতে ঢুকে কথাবার্তা শোনা যেত। তবে কারা ঢুকে পড়তেন তা ধরা যেত না। কিন্তু এখন আর কেউ পারবে না। কারণ কে কার সঙ্গে কথা বলছেন সবই শনাক্ত করা সম্ভব হবে।
উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, “মহানগর পুলিশের কিছু বেতারযন্ত্র অ্যানালগ ও কিছু বেতারযন্ত্র ডিজিটাল ছিল। অ্যানালগ থাকার কারণে কিছু তথ্য অন্য কারও হাতে চলে যেত। বিষয়টি নজরে এলে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়।
“এখন থেকে সকল বেতারযন্ত্র ডিজিটাল হওয়ার কারণে এ সিস্টেমে কেউ ইন্টারসেকশন করতে পারবে না। কোনো সেট ব্যবহারকারী বা কোনো কর্মকর্তা এ সেটের মাধ্যমে তথ্য ফাঁস করলে তা এই সিস্টেমে ধরা পড়ে যাবে।”
ওয়্যারলেস ব্যবহারকারী সবাইকে সচেষ্টভাবে এ প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দেন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, খ. মহিদ উদ্দিন, মোঃ মুনিবুর রহমানসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।