দ্বিতীয় দিনের বর্জ্য অপসারণের কাজ দক্ষিণ সিটিতে শেষ হয়েছে রাত পৌনে ৯টায়, আর উত্তরে ১০টায়।
Published : 01 Jul 2023, 01:11 AM
ঈদের পরদিন কোরবানি করা সব পশুর বর্জ্য ৭ ঘণ্টার মধ্যে অপসারণের কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
নগর সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত পৌনে ৯টায় সর্বশেষ ৪২ নম্বর ওয়ার্ড থেকে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে দ্বিতীয় দিনের কোরবানির পশুর সকল বর্জ্য অপসারণ করা হল।
“দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত পৌনে ৯টায় এ কার্যক্রম সম্পন্ন হল। অর্থাৎ সাত ঘণ্টারও কম সময়ে দ্বিতীয় দিনের কোরবানির পশুর সকল বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।"
প্রথম দিনে সন্ধ্যা ৬টার মধ্যে কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে শুক্রবার কোরবানি করা পশুর বর্জ্য অপসারণের কাজ রাত ১০টায় শেষে হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১০টার মধ্যে পাঁচ হাজার ৭২ টন বর্জ্য সরানো হয়েছে। তাতে ডিএনসিসির ময়লার গাড়িগুলোকে এক হাজার ৬১টি ট্রিপ দিতে হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ঘোষিত ৮ ঘণ্টার আগেই সব বর্জ্য অপসারণ করার কথা জানিয়েছিল উত্তর সিটি। সেদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ২৭১৩ ট্রিপে সাড়ে ১৪ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়।