গত কয়েক বছর ধরে সরকার ইলিশ রপ্তানির অনুমোদন দিলেও শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না।
Published : 28 Jan 2024, 11:42 AM
দুর্গাপূজা উপলক্ষে এবার গতবারের প্রায় দ্বিগুণ পরিমাণ ইলিশ ভারতে রপ্তানি করছে সরকার। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা জানান।
আগামী অক্টোবরের শেষ ভাগে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত কয়েক বছর ধরে পূজা উৎসব উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে।
এবার পুজা শুরুর প্রায় দুই মাস আগে থেকেই ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া শুরু করেছে মন্ত্রণালয়। গত ৪ সেপ্টেম্বর ৪৯ জন ব্যবসা প্রতিষ্ঠানের অনুকূলে ৫০ টন করে প্রায় আড়াই হাজার টন ইলিশ রপ্তানির অনাপত্তিপত্র জারি করা হয়েছে।
ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, “সারা বছর ভারতে ইলিশ রপ্তানি করা হয় না। পূজা উপলক্ষে ভারতীয় বাঙালিদের কাছে শুভেচ্ছা উপহার হিসেবে দেশে যা উৎপাদন হয়, তার সামান্য পরিমাণ রপ্তানি করা হয়।”
এবার কী পরিমাণ রপ্তানি করা হবে, এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, চার থেকে পাঁচ হাজার টনের বেশি নয়।
গত কয়েক বছর ধরে সরকার ইলিশ রপ্তানির অনুমোদন দিলেও শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। ২০২২ সালেও ২৯০০ টন ইলিশ রপ্তানির অনুমোদনের অনুকূলে রপ্তানি হয়েছিল মাত্র ১৩০০ টন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)