নেত্রকোনার কয়েকটি আঞ্চলিক সংগঠনের উদ্যোগে ঢাকায় মানববন্ধন হয়েছে।
Published : 31 Jul 2023, 11:56 PM
ঢাকা-জারিয়া আন্তঃনগর ট্রেন চালু এবং জারিয়া থেকে দুর্গাপুর-কলমাকান্দা পর্যন্ত রেলপথ সম্প্রসারণের দাবিতে ঢাকায় মানববন্ধন হয়েছে।
সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয় বলে আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পূর্বধলা সমিতি- ঢাকা, সুসং দুর্গাপুর সমিতি- ঢাকা, কলমাকান্দা সমিতি- ঢাকা, শ্যামগঞ্জ সমিতি- ঢাকা, ঢাকাস্থ আটপাড়া সমিতি ও নেত্রকোণা জেলা সমিতি- ঢাকার উদ্যোগে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তাদের উদ্ধৃত করে বলা হয়, দুর্গাপুরের মোটা বালু, চিনামাটি, নুড়ি পাথরের জন্য দেশ-বিদেশে এ অঞ্চলের সুপ্রসিদ্ধ খ্যাতি রয়েছে। সম্ভাবনাময় দুর্গাপুর- কলমাকান্দার অবহেলিত পর্যটন খাতকে বিকশিত এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে হলে ঢাকা টু জারিয়া ঝাঞ্জাইল পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালু এবং জারিয়া হতে দুর্গাপুর-কলমাকান্দা পর্যন্ত রেলপথ সম্প্রসারণ প্রয়োজন।
স্থানীয়দের এই দাবির প্রতি প্রধানমন্ত্রী ও রেলপথমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক দিবালোক সিংহ, পরিবেশবিদ আবু নাসের খান।
নেত্রকোণা জেলা সমিতি- ঢাকার ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে এই কর্মসূচিতে সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন মোস্তফা নুরুল আলম, অজয় সাহা, সজয় চক্রবর্তী, সানাউল হক, মজিবুর রহমান খান, কবি এমদাদ খান, হকার ইউনিয়ন নেতা সেকেন্দার হায়াৎ।