ভোর রাতে আজিমপুর কলোনির ভবনে আগুন, আতঙ্ক

ফায়ার সার্ভিসের ধারণা, ফেলে দেওয়া সিগারেট থেকে সিঁড়িতে জমানো আবর্জনায় আগুন লেগেছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2022, 05:05 AM
Updated : 8 August 2022, 05:05 AM

ঢাকার আজিমপুর সরকারি কলোনির একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে।

সোমবার ভোরে ওই আগুনে কেউ হতাহত না হলেও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা আক্তার জানান, ভোর পৌনে ৫টার দিকে আজিমপুর সরকারি কলোনির ৬ নম্বর ভবনের ষোড়শ তলায় আগুন লাগার খবর পান তারা।

তবে ফায়ার সার্ভিস কর্মীরা যাওয়ার আগেই বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন।

মো. ফয়সাল নামে কলোনির একজন বাসিন্দা জানান, ২০ নম্বর ভবনের একজন পাশের ৬ নম্বর ভবনের সিঁড়ির জানালায় আগুন দেখে জরুরি সেবার হটলাইন ৯৯৯ এ ফোন করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

এদিকে ওই ভবনের বাসিন্দাদের চিৎকারে আশপাশের ভবনের বাসিন্দারাও জেগে উঠেন। এ সময় কোলনির কয়েক হাজার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা খালেদা আক্তার বলেন, “সিঁড়িতে পুরনো জিনিসপত্র জমিয়ে রেখেছিলেন ভবনের বাসিন্দারা। কেউ হয়ত সিগারেট খেয়ে না নিভিয়ে সেখানে ফেলে দিয়েছেন, সেখান থেকে এই দুর্ঘটনা।”

কলোনির বাসিন্দারা জানান, বহুতল ভবনগুলোতে সবাই লিফটে ওঠানামা করেন, এই সুযোগে সিঁড়িতে পুরোনা মালামাল দেখে গুদামে পরিণত করেছেন অনেকে। ফলে জরুরি প্রয়োজনে সিঁড়ি দিয়ে দ্রুত ওঠানামা করতে সমস্যা হয়।