রাজধানীতে মেঘনা মাল্টিপারপাস কোঅপারেটিভ লিমিটেড নামে একটি সমবায় সমিতি পরিচালনা করে আসছিলেন ফখরুল।
Published : 04 Apr 2024, 02:02 PM
সমবায় সমিতির নামে চার শতাধিক গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ফখরুল ইসলাম নামের ৪০ বছর বয়সী ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারণার সাতটি মামলায় সাজা মাথায় নিয়ে পলাতক ছিলেন ফখরুল। তার বাড়ি চাঁদপুরের শাহরাস্তিতে।
রাজধানীতে মেঘনা মাল্টিপারপাস কোঅপারেটিভ লিমিটেড নামে একটি সমবায় সমিতি পরিচালনা করে আসছিলেন ফখরুল। ২০১১ সালে ওই সমিতির গঠনের পর চার শতাধিক গ্রাহকের কাছে থেকে কোটি কোটি টাকা নিয়ে তিনি লাপাত্তা হয়ে যান।
তাকে না পেয়ে গ্রাহকরা পরে সাতটি মামলা করেন জানিয়ে র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সেসব মামলায় ফখরুলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়।
এর মধ্যে ২০১৪ সালে একটি মামলায় সাত বছরের কারাদণ্ড এবং সাড়ে ৬ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেয় আদালত।