ঢাকায় পুলিশের ওপর এবং পুলিশ বক্সে হামলার ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে; যাতে আসামী করা হয়েছে দেড় শতাধিক অজ্ঞাত ব্যাটারিচালিত রিকশা চালকদের।
শুক্রবার রাতে মিরপুর ও পল্লবী থানায় ট্রাফিক পুলিশ বাদী হয়ে মামলা দুটি করে।
এ ঘটনায় কয়েকজনকে আটক করা হলেও মধ্যরাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানান মিরপুর থানার ওসি মোস্তাজিরুর রহমান।
ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে অভিযানের প্রতিবাদে এদিন সকালে মিরপুর ও পল্লবী থানা এলাকার পাঁচটি পুলিশ বক্সে হামলা চালান চালকরা।
এতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর ট্রাফিক বক্সে মিজানুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল আহত হন।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন, যাতে ৫০ থেকে ১০০ জন অজ্ঞাত অটোরিকশা চালককে আসামি করা হয়েছে।
মিরপুর থানার ওসি মোস্তাজিরুর জানান, ট্রাফিক পুলিশের একজন সার্জেন্ট বাদী হয়ে মামলা করলেও আসামী হিসাবে কারও নাম উল্লেখ করা হয়নি। এতে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জন চালকের কথা উল্লেখ রয়েছে।
উভয় পুলিশ কর্মকর্তা জানান, সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর, হত্যার চেষ্টা, ভাংচুর, হামলার অভিযোগ আনা হয়েছে মামলায়।
মিরপুরের ওসি বলেন, "৬-৭ জনকে মিরপুর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের কোন সংশ্লিষ্টতা আছে কি না যাচাই করা হচ্ছে।“
পল্লবী থানার পরিদর্শক জানান, তারা গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন।
ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। নিরাপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় সে দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যোগ করেন দুই পুলিশ পরিদর্শক।