নিহত শিশুটির বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, যার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
Published : 27 Dec 2023, 11:58 PM
নিয়ন্ত্রণ হারানো দ্রুতগামী একটি ল্যান্ডক্রুজার গাড়ি ঢাকার খিলক্ষেতে বাসের জন্য অপেক্ষমান যাত্রীদের চাপা দিলে শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার রাত ৯টার দিকের এ ঘটনায় নিহতদের মধ্যে এক নারী রয়েছেন, যার পরিচয় জানা যায়নি। নিহত অন্যরা হলেন- ইয়াসিন (৮) ও উজ্জ্বল পাণ্ডে (২৮)।
শিশুটি ঘটনাস্থলে এবং উজ্জ্বলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল বলে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয় বলে জানান তিনি।
আহত ইয়াসিনের বাবা মো. সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, রাত ৯টার দিকে বিমান বন্দরসড়কে খিলক্ষেত যাত্রী ছাউনির সামনে ল্যান্ডক্রুজার মডেলের একটি এসইউভি (ঢাকা মেট্রো ঘ ১৫- ২৬৯১) বাসের জন্য অপেক্ষমান লোকজনের ওপর উঠে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। জিপটি বিমানবন্দরের দিক থেকে বনানীর দিকে যাচ্ছিল।
দুর্ঘটনার পরই চালক পালিয়ে গেছেন। আর শিশুটির দেহ অনেকক্ষণ গাড়ির তলায় আটকে ছিল। তার শরীর পুরো থেতলে গেছে এবং নাড়ি-ভুড়ি বের হয়ে যাওয়া ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, গাড়িটির সামনে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের স্টিকার লাগানো রয়েছে।
খিলক্ষেত থানার ওসি শেখ আমিনুল বাসারও জানান, এর সামনে সিভিল অ্যাভিয়েশনের স্টিকার লাগানো আছে। তবে এটি ব্যক্তি মালিকানাধীন গাড়ি।
তিনি বলেন, গাড়িটি লোকজনকে চাপা দিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে থেমে যায়। এটির চালককে ধরা যায়নি।
আহত সুমনের বাবা ও নিহত শিশুটির দাদা মো. মফিজ জানান, সুমন খিলক্ষেতের একটি ভবনে নিরাপত্তারক্ষীর কাজ করেন। তার পরিবার থাকে মোহাম্মদপুরে। সুমনের ছেলে ইয়াসিন বাবার কর্মস্থলে গিয়েছিল। বুধবার রাতে ফেরার সময় তারা গাড়ি চাপার শিকার হয়।
নিহত উজ্জ্বল পাণ্ডের শ্যালক সবুজ কির্তনীয়া জানান, বর্তমানে ভাটারা নতুন বাজার এলাকায় থাকতেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী উজ্জ্বল। তার বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার কাজীপাড়া গ্রামে। বাবার নাম মৃণাল পাণ্ডে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, খিলক্ষেত থেকে তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে উজ্জ্বলকে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ঘটনায় অজ্ঞাত পরিচয় নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান। আর সুমনের অবস্থা আশঙ্কাজনক।