ভিক্ষার টাকায় মাদকের কারবার, গ্রেপ্তার ২

দুজনের শরীরে বিশেষ কায়দায় লুকান ১০০ পুরিয়া হোরেইন পাওয়া যায়।“

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2022, 09:56 AM
Updated : 4 August 2022, 09:56 AM

ভিক্ষাবৃত্তির আড়ালে হেরোইনের কারবার চালানোর অভিযোগে রাজধানীতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে আব্দুল্লাহপুর পুলিশবক্সের পাশ থেকে মো. সেলিম (৩৮) ও মো. মামুন মিয়াকে (২৫) গ্রেপ্তারের কথা জানান উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, সেলিম ও মামুনের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়িতে। নিজেদের তারা দুই ভাই হিসেবে পরিচয় দিতেন।

“মায়ের অসুস্থতার কথা বলে গত আড়াই মাস ধরে রাজধানীতে বিভিন্ন যানবাহন ও দোকানে দোকানে ঘুরে তারা ভিক্ষা করে আসছিলেন। সেই টাকা দিয়ে তারা মাদক কিনে রাতে আবার বিক্রি করতেন।”

ওসি মহসীন বলেন, বুধবার রাতে সেলিম ও মামুনেকে ভিক্ষা করতে দেখে পুলিশের মনে সন্দেহ হয়। প্রশ্ন করলে তারা মায়ের কথিত অসুস্থতার কথা বলে চিকিৎসার কাগজপত্র দেখায়।

“কিন্তু কথার সঙ্গে কাগজের কথা মিল না পেয়ে তাদের শরীর তল্লাশি করা হয়। তখন দুজনের কোমরে বিশেষ কায়দায় লুকান ১০০ পুরিয়া হোরেইন পাওয়া যায়।“

দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।