তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
Published : 10 Feb 2024, 05:09 PM
রাজধানীর মোহাম্মদপুরে রড চুরির অভিযোগে এক কিশোরকে রাতভর নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার মোহাম্মদপুর থানার আজিজ মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
মোহাম্মদপুর থানার ওসি মো. মাহফুজুল হক ভুঞা বলেন, আজিজ মহল্লায় নির্মাণাধীন একটি ভবনে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ চলছিল। ওই ভবনে কয়েকজন শ্রমিক থাকতেন। তারাই আকাশ নামের ১৪ বছর বয়সী ওই কিশোরকে রড চুরির অভিযোগে রাতভর মারধরের পর ভোরে পরিবারকে জানায়। বাসায় নেওয়ার পর আকাশের মৃত্যু হয়।
আকাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সব নির্মাণ শ্রমিক পলাতক রয়েছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)