দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে মৌসুমী ভারি বর্ষণে কিছুস্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির শঙ্কা রয়েছে।
Published : 11 Feb 2024, 04:28 PM
সেপ্টেম্বর মাসে দেশে দু’তিনটি মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। সেই সঙ্গে ১-২টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে; যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে।
সোমবার চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান আরও বলেন, “এ মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ২-৩ দিন মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারাদেশে ৩-৫ দিন হালকা বজ্রঝড় হতে পারে।”
দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে মৌসুমী ভারি বর্ষণে কিছুস্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির শঙ্কা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)