যুদ্ধাপরাধ: আট বছর ধরে পালিয়ে থাকা আসামি গ্রেপ্তার

তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল ২০১৫ সালে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2023, 04:33 AM
Updated : 22 May 2023, 04:33 AM

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বাগেরহাটের কচুয়া এলাকার মো. আজহার আলী সিকদারকে (৬৮) সোমবার রাতে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চলিয়ে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।

এই আসামি গত আট বছর ধরে পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আজহার শিকদার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করেছেন বলে র‍্যাবের ভাষ্য।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সিকদার মানবতাবিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত ও যুদ্ধাপরাধী। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল ২০১৫ সালে।”

মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ এলাকায় পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগের মত মানবতাবিরোধী অপরাধের সাতটি ঘটনায় সরাসরি সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে আজহারের বিরুদ্ধে।

এই ঘটনাগুলোর মধ্যে দুই মুক্তিযোদ্ধাসহ ২২ জনকে হত্যা, ৪০ থেকে ৫০ বাড়ির মালামাল লুটের পর আগুনে পুড়িয়ে দেওয়া এবং দুজনকে অমানুষিক নির্যাতনে গুরুতর জখম এবং চার নারীকে দীর্ঘদিন রাজাকার ক্যাম্পে আটক রেখে পালাক্রমে ধর্ষণ করার অভিযোগ রয়েছে।