তার তত্ত্বাবধানে প্রায় দেড় হাজার ব্যক্তি এ হামলায় অংশ নেয়।
Published : 29 Jul 2024, 12:29 AM
রাজধানীর মিরপুরের ১০ নম্বর ও কাজীপাড়ায় মেট্রোরেল স্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রদলের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের গ্রেপ্তারের তথ্য দিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বলেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবু হান্নান তালুকদার এ ঘটনার সমন্বয় করেছিলেন।
রোববার তিনি সংবাদিকদের বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে পরিকল্পিতভাবে মিরপুরে মেট্রোরেলে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবু হান্নান তালুকদারের তত্ত্বাবধানে প্রায় দেড় হাজার ব্যক্তি এ হামলায় অংশ নেয়।
গ্রেপ্তার অপর তিনজন হচ্ছেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের (মিশুক), ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সিনিয়র যুগ্ম সম্পাদক বজলুল রহমান (বিজয়) ও ছাত্রদল নেতা মো. ফেরদৌস (রুবেল)।
ডিবি কর্মকর্তা হারুন বলেন, “হান্নান তার সহযোগীদের নিয়ে বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নিরবের নির্দেশনায় মেট্রো স্টেশনে আগুন দেয়। এ ঘটনায় আরও দুজন নেতার নাম এসেছে। যাদের মধ্যে বিএনপি নেতা শ্রাবণ আগেই গ্রেপ্তার হয়েছেন। বিএনপির নেতারা চার-পাঁচজনকে দায়িত্ব দেয়। মেট্রো স্টেশনে আগুন দিয়ে ধ্বংস করার নির্দেশনা দেওয়া হয়।”
তিনি বলেন, মেট্রোরেল স্টেশনে আগুন ও দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় অনেকের বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।