প্রথম দফায় ৫ দিনের রিমান্ড শেষে এদিন তাকে আদালতে হাজির করা হয়।
Published : 30 Jul 2024, 07:01 PM
সেতু ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর বনানী থানার মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সাইফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
প্রথম দফায় ৫ দিনের রিমান্ড শেষে এদিন তাকে আদালতে হাজির করা হয়। পরে এ মামলায় ফের তার ১০ দিনের রিমান্ডে আবেদন করে ডিবি পুলিশ।
আদালতে পার্থের পক্ষে শুনানিতে অংশ নেন সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ, তাহেরুল ইসলাম তৌহিদসহ কয়েকজন আইনজীবী।
আইনজীবী মেজবাহ আদালতকে বলেন, পার্থ আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি একজন সুশীল জন, সুপ্রীম কোর্টের আইনজীবী। বিদেশে পড়াশুনা করে দেশের সেবায় নতুন সৃজনশীল রাজনীতি করার জন্য নিজেকে নিয়োজিত করেছেন।
মেধাবী তরুণ সমাজে জনপ্রিয় এই রাজনীতিককে আবার রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নাই।
রাষ্ট্রপক্ষে জামিন ও রিমান্ড আবেদনের বিরুদ্ধে শুনানি করেন পাবলিক প্রসিকউটর আবদুল্লাহ আবু।
শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৫ জুলাই আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৮ জুলাই বিকাল ও ১৯ জুলাই দুপুরে মহাখালীর সেতু ভবনে আগুন দিয়ে ৫৫টি গাড়ি পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। লুটপাট করা হয় কম্পিউটার, ল্যাপটপ, টেলিভিশন ও আসবাব।
এ ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে বাদী উল্লেখ করেন।
ওই মামলায় গত ২৫ জুলাই সকালে গুলশানের বাসা থেকে পার্থের গ্রেপ্তার হওয়ার খবর আসে।
ওইদিন বিকালে তাকে আদালতে হাজির করে রিমান্ডে নেয় পুলিশ।