গত ২৫ জুলাই বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও ব্যবসায়ী রেজাউল হাসান ডেভিডের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।
Published : 31 Jul 2024, 05:37 PM
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাজধানীর বনানীতে সেতু ভবনে নাশকতার মামলায় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ভিয়েলাটেক্স গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল হাসান ডেভিড জামিন পেয়েছেন।
বুধবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে ডেভিডের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।
শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করে।
বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার এসআই শাহ আলম এ তথ্য জানিয়েছেন।
ডেভিডের প্রধান আইনজীবী ফারুক আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “তাকে এর আগে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তিনি ব্যবসায়ী জগতে একজন সিআইপি।
“যে ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল সে সময় তিনি দেশের বাইরে ছিলেন। এর আগে আদালতে তার পাসপোর্ট-ভিসার কাগজ দেখানো হয়েছিল, পাসপোর্ট জমাও দেয়া হয়েছিল।”
এ মামলায় গত ২৫ জুলাই বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও ব্যবসায়ী রেজাউল হাসান ডেভিডের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
রিমান্ড আবেদনে বিএনপিপন্থি ব্যবসায়ী ডেভিডকে নাশকতায় অর্থের যোগানদাতা বলা হয়েছিল।
মঙ্গলবার রিমান্ড শেষে ডেভিডকে কারাগারে পাঠানো হয়। তবে, পার্থের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
মামলার এজাহারে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই অজ্ঞাতনামা আড়াইশ থেকে ৩০০ জন দেশিয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে সেতু ভবনের সামনে জড়ো হন। তারা ইটপাটকেল ছুড়তে থাকেন। ভেতরে প্রবেশ করে যানবাহন, নিরাপত্তা ভবন, সিসি ক্যামেরা, ক্যান্টিন, গাড়িচালকদের কক্ষ, মুজিব কর্নার ও মূল ভবন ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন।
সেতু ভবনের সিনিয়র সচিব, অফিস স্টাফ ও নিরাপত্তা কর্মীদের মারধর করে গুরুতর জখম করার অভিযোগও আনা হয়েছে মামলায়।
অভিযোগে আরও বলা হয়, সেতু ভবনের নিচ তলা থেকে ১১তলা পর্যন্ত অফিসে ভাঙচুর চালানো হয়। মালামাল চুরি ও অগ্নিসংযোগ করা হয়। সরকারের বিভিন্ন প্রকল্পের গুরুত্বপূর্ণ দলিল, নথিপত্র, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ সামগ্রীতে আগুন দিয়ে আনুমানিক ৩০০ কোটি টাকার ক্ষতিসাধন করা হয়।
পরে সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের করেন।