অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Published : 14 Sep 2024, 11:27 PM
বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রের কাজে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা।
এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে সশস্ত্র বাহিনী থেকে চাকরি হারানো ২৩০ জন কর্মকর্তা তাদের চাকরি ফেরত চেয়ে কথা বলেছেন।
শনিবার ঢাকার মহাখালীতে রাওয়া ক্লাবে রাওয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরাম (আরআরএসএফ) আয়োজিত 'জুলাই-আগস্ট-২০২৪ বিপ্লবে সশস্ত্র বাহিনীর অবদান এবং বিপ্লবোত্তর ভূমিকা' শিরোনামে এক সেমিনারে তারা এসব বিষয়ে কথা বলেন।
চাকরি ফিরে পেতে আবেদন করা ২৩০ জন কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর ১৮৫ জন, নৌবাহিনীর ৪৫ জন কর্মকর্তা রয়েছেন। কর্মকর্তাদের তালিকা ধরে এই আবেদন ১ সেপ্টেম্বর সেনাসদরের সেন্ট্রাল রেকর্ড অফিসে জমা দেওয়া হয়।
একই তালিকায় আবার ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর জমা দেওয়া হয়েছে। তবে তারা এখনও সেনাসদর বা প্রধান উপদেষ্টা অফিস থেকে কোনো বার্তা পাননি বলে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তুলে ধরেন।
আরআরএসএফ রিসার্চ ডিরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিমুল গনি তার বক্তব্যে বেশ কিছু প্রস্তাব তুলে ধরে আলোচনা করেন।
অনুষ্ঠানের শুরুতে শহীদ ছাত্র ও জনতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মনীষ দেওয়ানের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে লেফটেন্যান্ট আবু রুশদ, অধ্যাপক মাহবুবুল্লাহ, অধ্যাপক শহীদুজ্জামান, জাহেদ উর রহমান।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।