ওই ঘটনায় ড্যাবের কোনো সদস্য জড়িত নয় বলে ভাষ্য সংগঠনটির।
Published : 20 Aug 2024, 05:28 PM
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সামনে চিকিৎসক, কর্মচারীদের হট্টগোল, দুর্ব্যবহারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
সংগঠনের দপ্তর সম্পাদক এরফান আহমেদ সোহেলের স্বাক্ষরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে অধ্যাপক ডা. রোবেদ আমিনের পদত্যাগের দাবিতে ডিএনসিসি হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান। এ সময় তাদের কেউ কেউ উপদেষ্টার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, যা মোটেও কাম্য নয়।
এ ঘটনায় ড্যাব সভাপতি ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. আব্দুস সালাম ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ’ জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ড্যাব বলছে, সোমবার ড্যাবের সাংগঠনিক কোনো অনুষ্ঠান ছিল না। ওই ঘটনায় ড্যাবের কোনো সদস্য জড়িত নন। কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়ে কোভিড ডেডিকেটেড হাসপাতালে বৈঠক করছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম। সেখানে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর, কোটাবিরোধী আন্দোলনের নেতা ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক কর্নেল জহিরুল ইসলাম।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালকসহ আওয়ামীপন্থি চিকিৎসক, কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে সোমবার সকাল থেকেই মিছিল করছিলেন চিকিৎসক, কর্মচারীরা। তাদের বাধায় মহাপরিচালক তার কার্যালয়ে যেতে পারেননি।
বেলা ১১টার দিকে মিছিল নিয়ে ডিএনসিসি হাসপাতালে যান তারা। শুরুতে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন তারা।
একপর্যায়ে তারা হাসপাতালের প্রশাসনিক ব্লকে ঢোকার চেষ্টা করেন। এ সময় হাসপাতালের একজন নারী চিকিৎসক তাদের বাধা দেন। তাদের সঙ্গে কথা কাটাকাটি, ধাক্কাধাক্কির এক পর্যায়ে বিক্ষোকারীরা ভেতরে ঢুকে পড়েন।
সম্মেলনকক্ষে ঢোকার আগে স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা আক্কাস আলীর দিকে তেড়ে যান কর্মচারীদের একজন। আক্কাস আলীকে গালাগালি করেন, তাকে থাপ্পড় মারেন।
এ সময় হাসপাতালের সম্মেলন কক্ষে বৈঠক করছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তার সামনেই কিছুক্ষণ হট্টগোল করেন বিক্ষোভকারীরা। তাদের একজন টেবিলে উঠে পড়েন।
আরও পড়ুন:
আওয়ামীপন্থি কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে স্বাস্থ্য উপদেষ্টার