গত শুক্রবার সন্ধ্যায় নামাজ পড়ে রিকশা নিয়ে বের হন রঞ্জু শেখ, আর ফেরেননি।
Published : 24 Mar 2025, 06:26 PM
রাজধানীর সবুজবাগ থানাধীন গ্রিন মডেল টাউনের একটি খালি প্লট থেকে রোববার উদ্ধার করা লাশটি এক রিকশা চালকের বলে শনাক্ত করেছে তার পরিবার।
নিহতের গলায় গামছা পেঁচিয়ে গিট দেওয়া হয়েছিল, সেই অবস্থাতেই লাশটি উদ্ধার করা হয়।
ওই রিকশা চালকের নাম রঞ্জু শেখ, বয়স ৪৫ বছর। শুক্রবার সন্ধ্যায় তিনি মেরাদিয়ার তপনের গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন।
তার রিকশাটি পাওয়া যায়নি। পুলিশ ধারণা করছে রিকশা ছিনতাইয়ের জন্য তাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে।
সবুজবাগ থানার এসআই সুমন দেবনাথ বলেন, রোববার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণগাঁ গ্রিন মডেল টাউনের ই ব্লকের ১১ নম্বর রোডের একটি খালি প্লট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
“তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তার গলায় গামছা প্যাঁচানো ও গিট দেয়া ছিল। নিহতের শীরের বিভিন্ন স্থানে ফোসকা ছিল।বেশ কয়েক দিন আগে তাকে হত্যা করে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।”
সোমবার নিহতের ভাই ঢাকা মেডিকেল মর্গে এসে তার লাশ শনাক্ত করেন বলে এসআই সুমন জানান।
রঞ্জুর ভাই মন্জু শেখ সাংবাদিকদের বলেন, তারা দুই ভাই মেরাদিয়া তপনের গ্যারেজে থাকেন, সেখান থেকে ভাড়ায় রিকশা নিয়ে চালান। রঞ্জু গত শুক্রবার সন্ধ্যায় নামাজ পড়ে রিকশা নিয়ে বের হয়, আর ফেরেননি।
“আমরা অনেক খুঁজাখুঁজি করছি। খিলগাঁও থানায় গেছি। রবিবার রাতে থানা থেকে একটা লাশের খবর জানানো হয়। পরে ছবি দেখে প্রথমে আমার ভাই মনে হলেও আরও নিশ্চিত হতে আমরা ঢাকা মেডিকেল আসলাম। মর্গে দেখলাম এটা আমারই ভাই।”
রঞ্জু গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে।