অন্তর্বর্তী সরকার গঠনের পর ১৩ অগাস্ট তিনি সেখানে গিয়েছিলেন।
Published : 12 Oct 2024, 03:54 PM
দুর্গাপূজার নবমীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শনিবার বেলা ৩টায় সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ জানান, প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ অগাস্ট নোবেলজয়ী অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যাত্রা করে। এরপর ১৩ অগাস্ট তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন।