এর ফলে পত্রিকাটির সরকারি বিজ্ঞাপন প্রাপ্তিতে আর বাধা রইল না বলে আইনজীবী জানিয়েছেন।
Published : 16 Mar 2025, 07:37 PM
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মুখপত্র সাপ্তাহিক একতায় সরকারি বিজ্ঞাপন বন্ধ করার আদেশ বাতিল করে দিয়েছে হাই কোর্ট।
সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে করা একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের দ্বৈত বেঞ্চ রোববার এই রায় দেয়।
এর ফলে পত্রিকাটির সরকারি বিজ্ঞাপন প্রাপ্তিতে আর বাধা রইল না বলে আইনজীবী জানিয়েছেন।
একতার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ সালে ডিএফপির সরকারি বিজ্ঞাপন প্রাপ্তির তালিকা থেকে একতার নাম বাদ দেওয়া হয়।
সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে একতা কর্তৃপক্ষ হাই কোর্টে রিট আবেদন করলে আদালত রুল জারি করে।
একতার পক্ষে রিটের শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী।
তিনি বলেন, “হাই কোর্টের এই রায়ের ফলে সাপ্তাহিক একতার সরকারি বিজ্ঞাপন প্রাপ্তিতে আর বাধা রইল না।”
১৯৮১ সালের ০৬ সেপ্টেম্বর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মুখপত্র হিসেবে আত্ম প্রকাশ করে সাপ্তাহিক একতা। এখন পর্যন্ত নিয়মিতভাবেই প্রকাশিত হচ্ছে পত্রিকাটি।