তথ্যদাতার পরিচয় গোপন রাখবে পুলিশ।
Published : 05 Sep 2024, 06:17 PM
অবৈধ অস্ত্র উদ্ধারে জনসাধারণের কাছে তথ্য সহায়তা চেয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধ অস্ত্র সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ জানানো যাবে। এমন তথ্য জানানো যাবে সংশ্লিষ্ট থানাকেও। ডিএমপির ফেইসবুক পেজ কিংবা নির্ধারিত হোয়াটসঅ্যাপেও এ সংক্রান্ত তথ্য দেওয়া যাবে।
সবক্ষেত্রেই তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শেখ হাসিনার সরকারের পতনের পর তার আমলে লাইসেন্স পাওয়া অস্ত্র জমা দিতে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় সরকার। নির্ধারিত সময়ের মধ্যে যেসব অস্ত্র জমা হয়নি এবং পুলিশসহ বিভিন্ন সংস্থার কাছ থেকে বেহাত হওয়া অস্ত্র উদ্ধারে বুধবার থেকে যৌথ অভিযান শুরু হয়েছে।
পুলিশ সদর দপ্তরের ৩ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, উদ্ধার না হওয়া অস্ত্রের মধ্যে আছে ৮৪৯টি পিস্তল, ৬২২টি ১২ বোর শটগান, ৩৩৮টি চাইনিজ রাইফেল, ৬৬টি সাব মেশিনগান (এসএমজি), ১১টি হালকা মেশিন গানসহ (এলএমজি) টিয়ার গ্যাস লাঞ্চার, টিয়ার গ্যাস গান ও সিগন্যাল পিস্তল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা বলছেন, অস্ত্র জমা পড়ার হালনাগাদ তথ্যের তালিকা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চলছে। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কো স্টগার্ড ও আনসার সদস্যরা রয়েছেন।