আক্রমণের শিকার হওয়ার আশঙ্কায় পুলিশ সদস্যরা আগেই সরে যান। রাজধানীর ৫০টি থানার বেশির ভাগই ফাঁকা হয়ে পড়েছে।
Published : 05 Aug 2024, 07:52 PM
প্রবল গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর রাজধানীর কয়েকটি থানায় হামলা ও ভাঙচুর করা হয়েছে; দেওয়া হয়েছে আগুন। এসব ঘটনায় হতাহতের খবরও এসেছে।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকেও উত্তরা পূর্ব থানা ঘিরে রেখেছে কয়েকশ মানুষ। থানার নিচে আগুন দেওয়া হলে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রচুর মানুষ গুলিবিদ্ধ হয়। তাদের অনেককে নেওয়া হয় কাছের উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে।
ওই হাসপাতালের জরুরি বিভাগে ১০ জনের লাশ দেখেছেন একজন সাংবাদিক। প্রচুর আহত ব্যক্তি আসছেন সেখানে, যাদের অনেকে গুলিবিদ্ধ।
এদিন দুপুরের পর থেকে একে একে এসব হামলার ঘটনা ঘটতে থাকে। বেশি কয়েকটি থানায় বিকালের পর থেকে আগুন জ্বলতে দেখা গেছে। এসব ঘটনায় পুলিশ সদস্যসহ হতাহতের ঘটনার খবরও মিলেছে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের দ্বিতীয় দিনে ছাত্র-জনতা ঢাকার রাজপথ দখলে নিলে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই থানাগুলো অনেক মানুষের আক্রমণের শিকার হয়। একে একে রাজধানীর ৫০টি থানার মধ্যে বেশ কয়েকটি থেকে হামলার খবর আসতে থাকে।
থানাগুলোর মধ্যে রয়েছে যাত্রাবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল, মোহাম্মদপুর, উত্তরা পূর্ব, বাড্ডা, রামপুরা, খিলগাঁও।
শীর্ষস্থানীয় পুলিশের কর্মকর্তারা বলেছেন, হামলা হতে পারে এমন আশঙ্কায় অনেক থানা থেকে পুলিশ সদস্যরা আগেই সরে যান। তবে উত্তরা পূর্ব থানায় সংঘর্ষের সময় হতাহতের ঘটনা ঘটেছে।
এ থানার নিচে আগুন দেওয়া হলে ছাদ থেকে সাদা পোশাকের দুজন পুলিশ গুলি করে ও টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। নিচ থেকে ইটপাটকেল ছোড়া হয় থানা লক্ষ্য করে। কাপড়ে আগুন লাগিয়ে ছুড়তেও দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি বিকাল ৪টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আগুন জ্বলতে দেখেন। এ থানায় এর আগেই হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে দেওয়া হয় আগুন।
মোহাম্মদপুর থানায় হামলা হয় বিকাল ৫টার পর। এরপর আগুন লাগিয়ে দেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৬টার পরও আগুন জ্বলতে দেখা যায়।
খিলগাঁও থানায় সন্ধ্যার পরও আগুন জ্বলতে দেখেছেন প্রতক্ষদর্শীরা।
এর আগে কদমতলী থানা আগের রাতেই পরিত্যক্ত ঘোষণা করে পুলিশ।
লালবাগ বিভাগের এক এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলা হওয়ার আশঙ্কায় তাদের অস্ত্র ও জরুরি দলিল নিরাপদ হেফাজতে রেখে নিরাপদে সরে যেতে নির্দেশনা দেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের একাধিক থানার ওসি ও পরিদর্শকরা বলেন, রাজধানীর ৫০টি থানার বেশির ভাগই ফাঁকা হয়ে পড়েছে।
এসব থানায় হামলার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।