এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে, তা বিস্তারিত জানানো হয়নি।
Published : 22 Jan 2025, 11:07 PM
প্রাথমিকের খুদে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ে ‘দেশের উপযোগী’ আইকিউ পরীক্ষা পদ্ধতি তৈরির পদক্ষেপ নিয়েছে সরকার।
এ পদ্ধতি চূড়ান্ত হলে প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য ‘আইকিউ টেস্ট’ চালু করা হবে।
বুধবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় প্রস্তাবিত কার্যক্রম উপস্থাপন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ এ প্রস্তাব উপস্থাপন করে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
তবে এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে, তা বিস্তারিত জানানো হয়নি।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আইকিউ লেভেল পরীক্ষার জন্য দেশের উপযোগী আই কিউ টেস্ট তৈরি জাতির এবং শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ”
এর আগে ১৮ জানুয়ারি প্রাথমিকের শিক্ষার্থীদের আইকিউ টেস্ট তৈরিতে কার্যকর ও কারিগরি সহায়তায় ৮ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি করে মন্ত্রণালয়। এটির প্রধান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মাসুদ আকতার খান।
বর্তমানে বাংলাদেশের ইংরেজি মাধ্যমের শিক্ষালয়গুলোয় ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ টেস্টে শিশুদের বয়স অনুযায়ী শিখন-পঠন কাঠামো ঠিক করা হয়।
এছাড়া দেশের বাইরের প্রতিষ্ঠানগুলোয় এ ধরনের পদ্ধতির পাশাপাশি আইকিউ বা বুদ্ধিমত্তা পরীক্ষার সুযোগ রাখা হয়েছে।
এর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ গ্রহণের সক্ষমতা, উপযোগিতাসহ নানা বিষয় নির্ধারণ করা হয়।