ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চলে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ড প্রফুল্ল সি প্যাটেল, আবাসিক প্রতিনিধি জিয়ান জু ও সিনিয়র আরবান স্পেশালিস্ট জাহিদ এইচ খান বৃহস্পতিবার সকালে দক্ষিণাঞ্চলের ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2007, 02:31 AM
Updated : 13 Dec 2007, 02:31 AM
বরিশাল, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ড প্রফুল্ল সি প্যাটেল, আবাসিক প্রতিনিধি জিয়ান জু ও সিনিয়র আরবান স্পেশালিস্ট জাহিদ এইচ খান বৃহস্পতিবার সকালে দক্ষিণাঞ্চলের ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন।
সকাল ১০ টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টরে করে তারা বরিশাল আসেন। তাদের স্বাগত জানান সেনাবাহিনীর বরিশাল ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু সাঈদ মোহম্মদ আলী।
তিনি সিডরের তাণ্ডবে ক্ষয়ক্ষতি এবং পরবর্তী সময়ে উদ্ধার ও এাণ কার্যক্রম সম্পর্কে বিশ্বব্যাংক প্রতিনিধিদের অবহিত করেন।
লেফটেন্যান্ট কর্নেল আবু সাঈদ বলেন, ঘূর্ণিঝড়ের পর সেনাবাহিনী দূর্গত এলাকায় দক্ষতার সঙ্গে ত্রাণ ও পুনর্বাসন কাজ করছে। তবে এখনো বিদ্যুৎ ব্যবস্থা, টেলিযোগাযোগ, সড়ক ও আবাসন ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়নি।
পরে বিশ্বব্যাংক কর্মকর্তারা হেলিকপ্টরে করে ঘূর্নিঝড় উপদ্রুত পটুয়াখালীর কলাপাড়া পরিদর্শনে যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৪২৫ ঘ.