কৃষি পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস বিশ্ব ব্যাংকের

ঘূর্ণিদুর্গত এলাকায় কৃষি পুনর্বাসনে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্ব ব্যাংক। শুক্রবার দুপুরে কৃষি উপদেষ্টা সিএস করিমের সঙ্গে এক বৈঠকে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট প্রফুল সি প্যাটেল এই আশ্বাস দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2007, 04:57 AM
Updated : 14 Dec 2007, 04:57 AM
ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিদুর্গত এলাকায় কৃষি পুনর্বাসনে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্ব ব্যাংক।
শুক্রবার দুপুরে কৃষি উপদেষ্টা সিএস করিমের সঙ্গে এক বৈঠকে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট প্রফুল সি প্যাটেল এই আশ্বাস দেন।
কৃষি মন্ত্রণালয়ে প্রায় দুই ঘণ্টার এই বৈঠক শেষে প্রফুল সি প্যাটেল সাংবাদিকদের বলেন, "কৃষি উপদেষ্টার সঙ্গে বৈঠকে দুর্গত এলাকার অর্থনৈতিক ক্ষতি কীভাবে পুষিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এ জন্য বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে যা কিছু করা সম্ভব, তার সবই করা হবে।"
তিনি বলেন, "দুর্গত এলাকায় কৃষি পুনর্বাসনের জন্য বিশ্ব ব্যাংক একাধিক প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে কৃষি উৎপাদন, খাদ্যশস্য আমদানি ও ঘর-বাড়ি নির্মাণ