সিডর আক্রান্ত ১০ লাখ লোক এখনো আশ্রয়হীন: রেডক্রস

ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পাঁচ সপ্তাহ পরও উপকূলীয় এলাকার অন্তত ১০ লাখ মানুষ আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছে বলে দাবি করেছে রেডক্রস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2007, 06:40 AM
Updated : 23 Dec 2007, 06:40 AM
ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পাঁচ সপ্তাহ পরও উপকূলীয় এলাকার অন্তত ১০ লাখ মানুষ আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছে বলে দাবি করেছে রেডক্রস।
দুর্গত এলাকায় ঘরবাড়ি পুনর্বাসন কর্মকাণ্ডে সহায়তা দিচ্ছে এমন ৩০টি বেসরকারি সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এ দাবি করেছে আন্তর্জাতিক এ দাতব্য সংস্থা।
শুক্রবার রেডক্রস ও রেডক্রিসেন্টের এক বিবৃতিতে বলা হয়, ঘূর্ণিদুর্গত অঞ্চলে অন্তত ১০ লাখ মানুষের এ মুহূর্তে প্রয়োজন ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য প্রাথমিক সাহায্য।
সরকারি হিসেব মতে, ঘূর্ণিঝড়ে ১৫ লাখ ঘরবাড়ি পুরোপুরি বা আংশিক ক্ষয়ক্ষতির শিকার হয়। ১৫ নভেম্বরের ওই ঝড়ে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। এর আগে ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের আঘাতে এক লাখ ৪৩ হাজার মানুষ মারা গিয়েছিল।
রেডক্রসের পুনর্বাসন বিভাগের প্রধান গ্রাহাম স্যোনডার্স বলেন, "ঘূর্ণিঝড়ে ধ্বংসপ্রায় এ জনপদের মানুষের বেঁচে থাকার এবং ঘরবাড়ি পুনর্গঠনের আপ্রাণ প্রচেষ্টা আসলেই লক্ষণীয়।"
"তবে এ অঞ্চলের মানুষ এখনো পুরোদমে স্বাস্থ্যসেবা পাচ্ছে না", বলেন তিনি।
ঝড়ের পর রেডক্রস বাংলাদেশের ঘূর্ণি দুর্গত এলাকায় বাড়িঘর পুনর্নির্মাণে আন্তর্জাতিক স