মোহাম্মদপুরে অটোরিকশাচালক রনি হত্যা মামলায় তাকে দুই দফায় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
Published : 23 Sep 2024, 08:21 PM
কোটা আন্দোলনের মধ্যে ঢাকার মোহাম্মদপুরে অটোরিকশাচালক মো. রনি হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এমপি সেলিম আলতাফ জর্জকে কারাগারে পাঠানো হয়েছে।
দ্বিতীয় দফায় রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করা হলে শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম আরফাতুল রাকিব তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকার লালমাটিয়া এলাকা গত ১৭ সেপ্টেম্বর জর্জকে গ্রেপ্তারের পরদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন। ওই রিমান্ড শেষে ২১ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করে ফের তার রিমান্ড চাইলে বিচারক আরও দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
দুই দফার রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আলতাফ হোসেন। আইনজীবী মোরশেদ হোসেন শাহীন তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে জর্জকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মোহাম্মদপুরের নূরজাহান রোডে প্রাইমারি স্কুলের সামনে গুলিবিদ্ধ হন অটোরিকশাচালক মো. রনি। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় রনির মা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জর্জকে সেই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।
আরও পড়ুন-