বুধ ও বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদরদপ্তরে এ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা।
Published : 24 Oct 2023, 12:35 PM
ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় বলে তার সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান।
বিশ্বব্যাপী স্মার্ট, পরিবেশবান্ধব ও নিরাপদ ডিজিটাল প্রযুক্তি, জ্বালানি, পরিবহনখাতে অবকাঠামো নির্মাণ এবং স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণা ব্যবস্থা শক্তিশালী করতে ২০২১ সালের ডিসেম্বরে ‘গ্লোবাল গেটওয়ে’ উদ্যোগের ঘোষণা দেয় ইইউ।
এবার প্রথমবারের মত হতে যাওয়া এ সম্মেলনে ইইউ ২০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধ ও বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদরদপ্তরে এ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা।
ব্রাসেলসে শেখ হাসিনার সফরসূচি
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এর আগে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয় নয়া দিল্লিতে জি ২০ সম্মেলনের সময়। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লিয়েন গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান।
সম্মেলনের প্রথম দিন বুধবার গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি ইইউর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন তিনি। ওই দিন প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লিয়েনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হবে।
ওই বৈঠকের পর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ঋণ চুক্তি হওয়ার কথা রয়েছে।
এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে অনুদান হিসেবে ৪৫ মিলিয়ন ইউরো দিতে ইউরোপিয়ান কমিশন ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করবে। আর বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান কমিশনের মধ্যে ১২ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তি সই হবে।
ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ইতোমধ্যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এর আগে বলেছিলেন, “এ চুক্তি বাংলাদেশে ব্যাংকটির অধিকতর বিনিয়োগের পথ প্রসারিত করবে বলে আশা করা যায়।”
সফরকালে সরকার ও ইউরোপিয়ান কমিশনের মধ্যে বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর পাঁচটি আলাদা অনুদান চুক্তি সই হবে বলেও জানিয়েছেন মোমেন।
সম্মেলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেজান্ডার ডি ক্রু এবং লুক্সেমবুর্গের প্রধানমন্ত্রী জাবিয়ের বেটেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই দিন বিকালে প্রধানমন্ত্রী বেলজিয়ামে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। এরপর দেশের উদ্দেশ্যে ব্রাসেলস ছাড়বেন সরকার প্রধান।